গঙ্গাজলঘাটি, বাঁকুড়া:রাজ্যজুড়ে জেলায় জেলায় ভুয়ো ভোটার ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ভোটার সমস্যার সমাধান করতে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে মনোনীত বিএলএ ১ এর তালিকা প্রকাশিত হয়েছে। আর এই প্রকাশিত তালিকায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বুথ লেভেল এজেন্ট ১ এর দায়িত্ব পেয়েছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বর্ষিয়ান তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য প্রদীপ চক্রবর্তী। প্রদীপবাবুর এই দায়িত্ব পাওয়ায় খুশির হাওয়া ঘাসফুল শিবিরে। বিএলএ ১ হিসেবে দায়িত্ব পাওয়ায় শনিবার সন্ধ্যায় অমরকাননের কার্যালয়ে প্রদীপ বাবুকে পুস্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানা হয় এবং একে অপরকে মিষ্টিমুখও করান দলীয় কর্মীরা।

0 মন্তব্যসমূহ